উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দে আর নেই। আজ বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভোররাত তিনটা ৫০ মিনিটে ৯৪ বছর বয়সী এই কিংবদন্তি শিল্পী শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া এই শিল্পী দীর্ঘদিন অসুস্থ ছিলেন।