মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ জন্মস্থান ও নির্বাচনী এলাকা নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) সংসদীয় আসনে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন জেলা বিএনপির সদস্য ও বিএনপি নেতা ফজলে হুদা বাবুল৷ তিনি প্রতিদিনই ছুটে যাচ্ছেন নিজ নির্বাচনী এলাকার এক প্রানত্ম থেকে অপর প্রানত্মের বিভিন্ন কর্মসূচিতে৷
জানা গেছে, গত ১৫অক্টোবর বিকেলে বদলগাছি উপজেলা সদরে উপজেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা র্যালীতে যোগদান করেন৷ পরদিন উপজেলার কোলা ও বিলাসবাড়ি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন এবং পৃথক দুটি পথসভায় বক্তব্য রাখেন৷ পরদিন উপজেলার সত্যপাড়া গ্রামে তার নিজ বাসভবনে প্রায় ৮হাজার নেতাকমর্ীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷ এর পরদিন মহাদেবপুর উপজেলার খাজুর ও হাতুড় ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন৷ এ সময় তিনি মহিষবাথান মসজিদের একটি মাইক কেনার জন্য কিছু অনুদান দেন৷ ১৯অক্টোবর সকালে উপজেলার এনায়েতপুর, সফাপুর ও উত্তরগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন৷ বিকেলে উপজেলার রাইগাঁ, ভীমপুর ও চেরাগপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন৷ পরে মাতাজীহাটে জনসভায় যোগ দেয়ার কথা থাকলেও সভাস্থলে ১৪৪ ধারা জারী থাকায় তিনি সেখান থেকে দুরে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করেন৷ পরদিন উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির অসুস্থ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদককে দেখতে যান এবং তার চিকিত্সার জন্য কিছু অনুদান প্রদান করেন৷ পরে বালুভরা ইউনিয়নে গনসংযোগকালে বালুভরা গ্রামে অগি্নকান্ডে পুড়ে যাওয়া এক বাড়ির মালিককে কিছু অনুদান প্রদান করেন৷ এছাড়াও একই দিনে ট্রেনে কেটে মৃতু্যবরনকারী সদর ইউনিয়নের ৩জনের পরিবারকে কিছু অনুদান দেন৷
দুই উপজেলায় স্থানীয় রাজনীতিবিদ ও জনগনের সঙ্গে কথা বলে জানা যায়, এ আসন থেকে তিনি যদি বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান এবং নির্বাচিত হন তাহলে তিনি ব্যাপক উন্নয়ন করবেন৷ আর দলীয় নেতাকর্মীরা তার পক্ষে মাঠে নেমে আনত্মরিকতার সঙ্গে কাজ করেন তাহলে আগামী দশম জাতীয় নির্বাচনে এ আসনটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দেয়া একমাত্র ফজলে হুদা বাবুলের পক্ষেই সম্ভব হবে বলে মনে করেন তারা৷ এসব গণসংযোগকালে তার সাথে বদলগাছি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী মুকুল, সাধারন সম্পাদক এসএম জাকিতুল্লাহ, সহ-সভাপতি মোসত্মফা অলি আহম্মেদ রুমী চৌধরী, সহ-সভাপতি বালুভরা ইউপির চেয়ারম্যান আল ইমরান হোসেন, সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিুপ, সদর ইউনিয়নের চেয়ারম্যান এমএম গফুর, যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক জিএস রেজাউন নবী, সাধারন সম্পাদক রবিউল আলমসহ মহাদেবপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
এ বিষয়ে বাবুল বলেন, তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী৷ তিনি যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হন তাহলে সর্বপ্রথম তার নির্বাচনী এলাকার জনসাধারনের বিদু্যতের চাহিদা শতভাগ পুরন করবেন৷ টাকা দিয়ে চাকুরী নিতে হবে না৷ মেধাবীদের মুল্যায়ন করবেন৷ সাধ্যমত কর্মসংস্থানের ব্যবস্থা করবেন৷ আর সকল প্রকার অনিয়ম দুনর্ীতি দুর করবেন৷