রাজধানীতে বিজিবি

0
226
Print Friendly, PDF & Email

রাজধানীর নিরাপত্তায় বুধবার সন্ধ্যা থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার মো. আবু ইউসুফ জাস্ট নিউজকে নিশ্চিত করেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে রাজধানী বাসির নিরাপত্তায় সরকারী উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বিজিবি মোতায়েন করা হচ্ছে। মূলত পুলিশ ও র‌্যাবকে সহযোগিতার করার জন্যই বিজিবি রাজপথে থাকবে।

২৫ অক্টোবর প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশ উপলক্ষে নাশকতা ও সহিংসতা রুখতে আগাম সতর্ক হয়ে রাজধানীতে নিরাপত্তা চাদরে ডাকতে বিজিবি মোতায়েন করা হচ্ছে বলে ডিএমপির উর্ধ্বতন এক কর্মকর্তা জাস্ট নিউজকে জানিয়েছেন।

অন্যদিকে, বিজিবি সদর দফতর থেকে এ বিষয়ে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন