দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, “তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা মরে গেছে। তা আর ফিরে আসবে না। খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের জন্য যাদের নাম প্রস্তাব করেছেন তাদের অধিকাংশই মারা গেছেন। আর যারা জীবিত আছেন তারা বয়সের ভারে নরম হয়ে গেছেন। তাদেরকে দিয়ে নির্বাচন করা সম্ভব নয়।”
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন নিয়ে যে ফর্মুলা দিয়েছেন তা দেশের জনগণ ও বিশিষ্ট নাগরিকরা গ্রহণ করেছেন। এই ফর্মুলা অনুযায়ী নির্বাচন হলে তা হবে অবাধ ও নিরপেক্ষ।”
বুধবার দুপুর ১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল আল ফারুক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. রকিব চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচলক অধ্যাপক ডা. খন্দকার শিফায়েত উল্লাহ, জাতীয় চক্ষু ইনিস্টিটিউটের মহা-পরিচালক দ্বীন মোহাম্মদ।
এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে নিয়ে ২০ শয্যা বিশিষ্টি জগদল হাসপাতাল কমপ্লেক্সের উদ্বোধন করেন সুরঞ্জিত সেন গুপ্ত।