শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সাড়ে ১২টায় ব্যাংকক থেকে একটি বিমান ঢাকায় নামে। জাকির হোসেন নামের একজন যাত্রী ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে গ্রিন চ্যানেল অতিক্রম করেন। এ সময় সন্দেহ হলে তার সঙ্গে আনা ব্যাগ কর্তব্যরত শুল্ক কর্মকর্তারা তল্লাশি করেন। এ সময় তার ল্যাপটপের ভেতরে ব্যাটারি রাখার জায়গা থেকে স্বর্ণের আটটি ছোট ও ৩০০ গ্রাম ওজনের একটি বার পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৫৫ লাখ টাকা।
জাকির হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে দু’টি মামলা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ







