আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বিষয়ে নতুন প্রস্তাব দেবেন প্রাক্তন প্রেসিডেন্ট ও বিকল্পধারায় চেয়ারম্যান প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট নিরসনে তিনি এই প্রস্তাব রাখবেন বলে দলটির একাধিক সূত্র মানবজমিন অনলাইনকে জানিয়েছে। আজ বিকেল ৪টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বি. চৌধুরী। এখানে তিনি গণমাধ্যমের সামনে তার প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী নেত্রীর পর এবার তিনি এ প্রস্তাব রাখছেন। তবে কি প্রস্তাব দেবেন বি. চৌধুরী তা নিয়ে দলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে উভয়ের প্রস্তাবনাকে সমন্বয় করে তিনি বিকল্প একটি নির্বাচনী প্রস্তাবনা দিবেন- এমন ইঙ্গিতই দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিকল্পধারা ও সমমনা কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।