এলাকার এক কিশোরীকে ৪মাস ধরে ধর্ষণ করেছে এক লম্পট যুবক। এঘটনায় ধর্ষিতা বাদী হয়ে সোমবার রাতে থানায় একটি নারী শিশু নির্যাতন দমনে মামলা করেছে। মামলার বিবরণে জানাযায়, পৌর এলাকার পশ্বিমপাড়া মহল্লার মৃত আফজাল হোসেনের স্কুল পড়ুয়া কন্যা পারমিছ খাতুন (১৬)কে ঢাকুইর মহল্লার মৃত কাজেম উদ্দিনের লম্পট ছেলে সাইফুল ইসলাম(৩৫) চলতি বছরের জুন মাসে প্রেমের প্রস্তাব দেয়।
পারমিছ খাতুন তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে। তখন লম্পট যুবক স্কুল ছাত্রী পারমিছকে বিয়ের প্রলোভন দেখালে সে রাজি হয়ে লম্পট সাইফুলের সঙ্গে ওই মাসই ঢাকায় যায়।
এরপর লম্পট যুবক পারমিছকে নিয়ে ঢাকার একটি বাসায় থেকে ৪মাস ধরে তাকে ধর্ষণ করে। পারমিছ বারবার বিয়ের কথা বলার পরে লম্পট সাইফুল তাকে এরিয়ে চলে।
বিয়ে না করার বিষয়টি বুঝতে পেরে গত ১৩অক্টোবর সেখান থেকে কৌসলে পারমিছ তার নিজ বাড়ি নন্দীগ্রামে পালিয়ে আসে। বাড়িতে এসে তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। এরপর ধষিতা পারমিছ খাতুন বাদী হয়ে ধর্ষক সাইফুল ইসলামকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।