হাইকোর্টে আগাম জামিন নিতে এসে আটক হলেন বিএনপির পাঁচ নেতা-কর্মী। শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে।
বুধবার আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনসহ কচুয়া উপজেলা বিএনপি নেতা-কর্মী আওলাদ, কবির, রফিক, ইয়াসিনসহ বেশ কয়েকজন।
এ সময় আওলাদ, কবির , রফিক , ইয়াসিনসহ পাচঁজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, এজহারে তালিকাভুক্ত আসামি হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে।
শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলননহ ১৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৩-১৪শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে পুলিশ।
পুলিশের পক্ষে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া, জহির হোসেন ও বাতেন বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
ঈদুল আযহার পরদিন কারাগারের হেফাজতে চিকিৎসাধীন থাকা অবস্থায় কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলালের (৪২) মৃত্যু ঘটে। এরই প্রতিবাদে কচুয়া উপজেলা বিএনপি শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। ওই হরতাল চলাকালেই পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।