স্বৈরশাসকরা ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে

0
198
Print Friendly, PDF & Email

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, স্বৈরতান্ত্রিক শাসকরা তত্ত্বাবধায়কের দাবি তুলে অনির্বাচিত সরকারের ওপর ভর করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, ‘উচ্ছৃঙ্খল’ একটি দল সভা-সমাবেশের নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাঁয়তারা করছে। তবে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা নাশকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সংসদীয় আসনের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকারের পদ বন্টন করা হবে। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই আসে না।

তিনি বলেন, দেশের কোনো নাগরিক সভা-সমাবেশ করতে চাইলে তাদের আইন মেনেই করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় নয়শ’ ডলারের কাছাকাছি। চারজনের একটি পরিবারের বাৎসরিক গড় আয় দুই লাখ ৮৮ হাজার টাকা।

সরকারের উৎপাদনশীল মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার কারণে বর্তমান সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি ধান, গম ও আলু উৎপাদিত হয়েছে। যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করতে চান, এটা তার অধিকার। তবে নির্বাচনে অন্য কারও অংশগ্রহণের ব্যাপারে কোনো বাধা সৃষ্টি করা হলে তা হবে সংবিধানের লঙ্ঘন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন-চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান,কেন্দ্রীয় আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজ, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।

পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জালাল উদ্দিন।

উল্লেখ্য, মৌলভীবাজার গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে কমলগঞ্জ থানার ৪ তলা বিশিষ্ট ভবনের ২ তলা পর্যন্ত নির্মিত হয়েছে।

শেয়ার করুন