বেনাপোল সীমান্ত থেকে ৯ নারী-পুরুষ আটক

0
151
Print Friendly, PDF & Email

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে নয়জন নারী, পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
বুধবার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আবু মোতালেব (৬৫), তার স্ত্রী আয়েশা বেগম, (৪৫), ভোবেন মণ্ডলের ছেলে বিজয় (৩৩), ইদ্রিস মোল্লার ছেলে হাফিজ (২০), তার স্ত্রী ডলি বেগম (১৭), আশোতোসের ছেলে হরেন শিল (৫০), রমেশ চন্দ্রের ছেলে  প্রদিপ মণ্ডল (২৩), নারায়ণ চন্দ্রের ছেলে অজিত কুমার (২৮) ও  মুজামের ছেলে সুজন (২২) ।

এদের বাড়ি কুমিল্লা, ঢাকা, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার বিভিন্ন অঞ্চলে।

বেনাপোল চেকপোস্ট (বিজিবি) ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার সকাল ৯টায় পাসপোর্ট ছাড়া ভারত থেকে ফেরার সময় নয় নারী, পুরুষকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানা থেকে কাগজপত্রের কাজ শেষে দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন