নির্দলীয় সরকারের ব্যাপারে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পাল্টা প্রস্তাব ও আলোচনায় বসার প্রস্তাব দিয়ে সরকার দলের কাছে চিঠি দেওয়ায় বিএনপিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করেন। এ সময় তাদের মধ্যে প্রায় আধা ঘণ্টা কথা হয়।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তারানকো আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠ পথ বেরিয়ে আসবে। আলোচনার মাধ্যমেই রাজনৈতিক দলগুলো একটা সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে পারবে।
এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও টেলিফোন করবেন অস্কার ফার্নান্দেজ তারানকো। কথোপকথনে মির্জা ফখরুলকে এমনটাই জানিয়েছেন তিনি।