এটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়ে শিশির কনা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দিয়েছে ইসলাম রক্ষাকারী দল নামে একটি সংগঠন।
শিশির কনা মঙ্গলবার রাতে শাহবাগ থনায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়রি করেন। এতে তিনি উল্লেখ করেন, বাঁশ পাতা রংয়ের একটি খামে করে প্রাণনাশের হুমকি সম্বলিত চিঠি এবং কাফনের কাপড় সেগুন বাগিচার সজন টাওয়ারে তাদের বাসায় পাঠানো হয়। চিঠিতে ইসলাম রক্ষাকারী দলের সদস্যরা লিখেছে, ইসলাম বিরোধী কোন কাজ করলে তাকেসহ তাদের পরিবারের সবাইকে মেরে ফেলা হবে।







