রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মিরপুর মিডটাউনের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এ সময় মিরপুর ১০ নম্বর থেকে পল্লবীগামী রাস্তায় যানচলাচল সাময়িক বন্ধ করে দেয় পুলিশ। পরে স্থানীয় ও দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।