জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না। কাউকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন করবে না জাতীয় পার্টি।
আমরা একক সত্ত্বা। এককভাবেই নির্বাচনে যেতে চাই।
সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্ালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সেটা পরিষ্কার করার জন্য আজ সংবাদ সম্মেলন ডাকেন এরশাদ।