‘সংকটের সমাধান না করে বিরোধী দল ও জনগণের দাবিকে পুলিশ দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা সরকারের জন্য বুমেরাং হবে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
গতকাল রোববার এক বিবৃতিতে চরমোনাইর পীর এ মন্তব্য করেন। বিবৃতিতে বিগত পাঁচ বছরে সরকারের বিরুদ্ধে ‘ইসলাম ও দেশবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ইসলামপ্রিয় জনগণ বিক্ষুব্ধ হয়ে মাঠে নামলে আপনাদের কোনো নিষেধাজ্ঞাই কাজে আসবে না।’
বিবৃতিতে বলা হয়, সভা-সমাবেশ করার নাগরিক অধিকার কেড়ে নিয়ে সরকার গণতন্ত্রের নামে যত ফর্মুলাই দিক, তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। বিবৃতিতে অবিলম্বে সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়।