রাজনৈতিক কাজে সরকারি অ্যাম্বুলেন্স!

0
172
Print Friendly, PDF & Email

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স বিএনপি-জামায়াত সমর্থক বলে পরিচিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে ব্যবহার করা হয়েছে। গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজনৈতিক এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
রাজনৈতিক কাজে শুধু এই একটি অ্যাম্বুলেন্সই ব্যবহার করা হয়নি। গতকাল সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টির বেশি অ্যাম্বুলেন্স এসেছিল। কিছু অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় মালামাল বহন করার কাজে। বাকি কয়েকটিতে চড়ে চিকিৎসকনেতারা এসেছিলেন।
সোহরাওয়ার্দী হাসপাতালের অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয় কনভেনশনের প্ল্যাকার্ডসহ অন্যান্য সামগ্রী বহন করার কাজে। সম্মেলন কেন্দ্রে সরকারি হাসপাতালের এই অ্যাম্বুলেন্স দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

শেয়ার করুন