জাবিতে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু

0
170
Print Friendly, PDF & Email

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হয়েছে। গত ১৫ অক্টোবর থেকে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ/ইনস্টিটিউটসমূহে এ আবেদন শুরু হয়েছে যা চলবে আগামী ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে এ আবেদন করা যাবে।

বিভাগভিত্তিক আবেদনের মূল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শুধু  F ইউনিট (আইন অনুষদ), G ইউনিট: ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ), H ইউনিট: ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)’র জন্য পৃথকভাবে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আবেদন এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট (www.juniv.edu/admission/) পাওয়া যাবে।

শেয়ার করুন