ম্যাচ পাতানোর অভিযোগে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আমেরের শাস্তির বিষয়টি পুনঃবিবেচনা করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’।
আইসিসি’র দুর্নীতি বিরোধী নিয়মে কিছু পরিবর্তন এনে আমেরের বিষয়টি পুনঃবিবেচনা করবে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও নতুন নিয়ম নিয়ে আলোচনা হবে আগামী জানুয়ারি মাসে। তবুও লন্ডনে দুই দিনব্যাপী আইসিসি বোর্ড সভার পর শনিবার এ বিবৃতি দেয়া হয়।
আমের ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। ওই একই টেস্টে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হন পাকিস্তানের আরও দুই তারকা মোহাম্মদ আসিফ ও সালমান বাট।