আজ নির্বাচনকালীন সরকারের রূপরেখা পেশ করবেন বেগম খালেদা জিয়া

0
176
Print Friendly, PDF & Email

আজ সোমবার নির্বাচনকালীন সরকারের রূপরেখা পেশ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে আঠারো দলীয় নেতাদের সাথে বৈঠক শেষে একথা জানান এনপিপি চেয়ারম্যান শওকত হোসেন নিলু। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১৮ দলীয় জোটে বিএনপির প্রধান শরীক জামায়াতে ইসলামী, বাংলাদেশের জাতীয় পার্টি- বিজেপি সহ জোটের অন্য শরীক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এতে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শওকত হোসেন নীলু জানান, রূপরেখায় নির্বাচনকালীন সরকারের প্রধান কে হতে পারেন সেই মতামত তুলে ধরা হবে।

শেয়ার করুন