প্রধানমন্ত্রীর পদ ছাড়া অন্যসব পদ নিয়ে আলোচনা: তোফায়েল

0
172
Print Friendly, PDF & Email

প্রধানমন্ত্রী প্রস্তাবিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের রূপরেখায় প্রধানমন্ত্রীর পদ ছাড়া অন্যসব পদের মনোনয়ন নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-কে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ নেতা তোফায়েল আহমেদ এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন, বিএনপি এর থেকে সুযোগ নিতে পারে।’

‘সর্বদলীয় সরকারের স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো পদ রয়েছে। কেবল প্রধানমন্ত্রীর পদ ছাড়া অন্য সব পদ নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে’ যোগ করেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা।

সভা-সমাবেশে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। বিরোধী দলের সভা-সমাবেশে অপ্রীতিকর কোনো কিছু ঘটবে না- পুলিশকে এমন নিশ্চিয়তা দিলেই নিষেধাজ্ঞা থাকবে না।’

এছাড়া, গত শুক্রবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের ব্যাখ্যায় তার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের লাইভ অনুষ্ঠানে বলেছিলেন, ‘অন্তর্বর্তী সর্বদলীয় সরকার গঠন হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার পদ থেকে সরে যাওয়ার সাংবিধানিক কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বহাল থাকবেন। তার সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তাকে সরে যেতে হলে সংসদ ভেঙে দিতে হবে। কিন্তু তা সংবিধান সম্মতভাবে হবে না। আমরা সংবিধান সম্মতভাবেই সব কিছু করতে চাই।’

শেয়ার করুন