দেশে সাম্প্রতিক সময়ে ট্রেন থেকে ফেলে দিয়ে যাত্রী হত্যা করা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রেলপুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পুলিশ জসীম নামের এই চক্রের এক জনকে গ্রেফতার করে। ঢাকা রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ বলেন, এ বছরের ফেব্রুয়ারিতে এবং চলতি মাসে গাজীপুরে ট্রেন থেকে ফেলে হত্যাকাণ্ডের সাথে এই চক্রই জড়িত।









