নিষেধাজ্ঞা আরোপ আলোচনার পরিবেশ ক্ষুন্ন করেছে : মেনন

0
121
Print Friendly, PDF & Email

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ আলোচনার পরিবেশ ক্ষুন্ন করেছে। আজ রোববার রাজধানীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেনন।

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেনন বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করা মতপ্রকাশের বিরুদ্ধে একটি বাধা। আশা করি, সরকার ও পুলিশ নিষেধাজ্ঞা তুলে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে।

তিনি বলেন, নির্বাচনকালীন স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও অর্থ মন্ত্রণালয় নির্বাচন কমিশনের হাতে দিলে নির্বাচনের সমান সুযোগ (লেবেল প্লেইং ফিল্ড) তৈরি হবে। নির্বাচনের সময় সংসদ ভেঙে দেয়ারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছু অস্পষ্টতা রয়েছে দাবি করে মেনন বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে তার এই বক্তব্য সুনির্দিষ্টভাবে স্পষ্ট করা যেতে পারে। প্রধান বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের সাথে সংলাপের ওপর গুরুত্ব দেন মেনন।

শেয়ার করুন