এই প্রথম যুদ্ধাপরাধ রায়ের পর চুপ আইন মন্ত্রণালয়

0
159
Print Friendly, PDF & Email

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল আলীমের রায়ের পর কোনো প্রতিক্রিয়া দেয়নি আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ ও আইন প্রতিমন্ত্রী ‍অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার রায়ের পর সচিবালয়ে আইনমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেন। বৃহস্পতিবার প্রতিক্রিয়া দেওয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়েছে।

অন্যদিকে আইন প্রতিমন্ত্রী সরকারি সফরে ব্রাক্ষণবাড়িয়ায় আছেন।তিনিও দুপুর ২টা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া গণমাধ্যমকে দেননি।

এ দু’জন মন্ত্রী এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার আব্দুল আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগের মধ্যে হত্যা-গণহত্যার ৯টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও শারীরিক অক্ষমতার কারণে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

অভিযোগগুলোর মধ্যে ১, ২, ৬, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৪ নম্বর অভিযোগ প্রমাণিত এবং ৩, ১১, ১৩, ১৫ ও ১৬নং অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া ৪ ও ৫ নং অভিযোগে প্রসিকিউশন কোনো সাক্ষী না আনায় সেগুলোতে কোনো মন্তব্য করেননি ট্রাইব্যুনাল।

শেয়ার করুন