আগামী ১৬ অক্টোবর পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ঈদ উপলক্ষে আগামী ১৫, ১৬ ও ১৭ অক্টোবর সরকারি ছুটি থাকবে। ১৮ ও ১৯ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্বকারী ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোঃ আফজাল সাংবাদিকদের বলেন, গাইবান্ধা ও ঠাকুরগাঁও থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। এর আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শনিবার চাঁদ দেখা দেয়ায় ওই সব দেশে ১৫ অক্টোবর ঈদুল আজহা হবে। হজ পালনে সারা বিশ্ব থেকে জড়ো হওয়া মুসলমানরা এর আগেরদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ১৫ অক্টোবর কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৪ অক্টোবর দুর্গাপূজার ছুটি থাকবে। ফলে ঈদ, পূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।









