নির্বাচনকালীন সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন ও দৈনন্দিন কাজ করবে বললেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার টাঙ্গাইলের বাসাইলে উপজেলা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সবার দাবি নিরপেক্ষ নির্বাচন। নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে তো কোনো ধরনের সংঘাতের আশঙ্কা নেই।
বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. কেএম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহীন আরা বেগম, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম, বাসাইল পৌর মেয়র মজিবর রহমানসহ অনেকে।