পুলিশ হেফাজতে ‘ধর্ষণের’ প্রতিবাদে রাবিতে মানববন্ধন

0
233
Print Friendly, PDF & Email

মঙ্গলবার সকালে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নারী নির্যাতন বিরোধী ছাত্র-ছাত্রীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর পথ ভুল করে যাওয়া এক কিশোরীকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহর এলাকায় কান্নাকাটি করতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পুলিশের একটি দল তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সেখানে তিনদিন আটকে রেখে পাঁচ পুলিশ সদস্য তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে কিশোরীটি।

রাবির মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক আমিরুল ইসলাম, নাট্য কলা ও সঙ্গীত বিভারে শিক্ষক হাবিব জাকারিয়া, কাজী শুসমিন আফসানা, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা মাহবুবা কানিজ কেয়াসহ বিভিন্ন সংগঠনের ছাত্র নেতারা।

শেয়ার করুন