২৫ অক্টোবরের পর দুর্বৃত্তদের সর্বশক্তি দিয়ে দমন

0
302
Print Friendly, PDF & Email

আগামী ২৫ অক্টোবরের পর আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে সর্বাত্মক শক্তি দিয়ে দুর্বৃত্তদের দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

মঙ্গলবার দুপুরে ফেনীর ফুলগাজী থানার নব-নির্মিত ভবনের উদ্বোধনকালে মন্ত্রী এ হুশিয়ারি উচ্চারণ করেন।

বিরোধীদলকে দমন করা সরকারের উদ্দেশ্য নয় এমন দাবি করে মন্ত্রী এ প্রসঙ্গে বলেন,‘যারা নির্বাচন করতে দেবে না বলে, তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করবো। আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি। মানুষের অধিকার একমাত্র বিরোধী দলের অধিকার নয়। বিরোধী দলকে দমন করা আমাদের উদ্দেশ্য নয়।’

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে ড. মহীউদ্দীন খান বলেন, ‘যিনি চোখে রঙিন চশমা লাগিয়ে ঘুরেন, তিনি সঠিক পন্থায় নির্বাচিত হননি। ফুলগাজী কোনো এক প্রধানমন্ত্রীর এলাকা, যিনি নিজের এলাকার থানাটি পর্যন্ত করেননি।

বিরোধী নেত্রীকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, ‘যিনি ঘুম থেকে উঠেন ১২টার পর তার সম্পর্কে আপনাদের জানা দরকার। কেউ যদি বলে ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে।’

কওমি মাদরাসার শিক্ষকদের হুজুর হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা পরজীবী। কোনো কাজকর্ম করেন না, আপনার আমার ওপর খায়। তাদের প্রতিহত করতে হবে। আমরা মাওলানাদের সম্মান করি। কিন্তু বিংশ শতাব্দিতে বাস করে কেউ তেঁতুলতত্ত্বের কথা বলে তার মা-বোন ও স্ত্রীকেও অসম্মান করছে। রাসুল (স.) বিদায় হজ্ব ও মদিনা সনদে নারীদের অধিকারের কথা বলেছেন। অথচ তেঁতুলহুজুর মেয়েদের চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার কথা বলেছেন।’

এ প্রসঙ্গে ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য ড. মহীউদ্দীন খান বলেন, ‘যারা বায়তুল মোকাররমের সামনে ৬৩৮টি কোরআন পুড়িয়েছে তাদের থেকে সামাজিক ও রাজনৈতিকভাবে দূরে রাখতে হবে।’ এসময় মন্ত্রী গত ৫ মে হেফাজতের সমাবেশে পোড়ানো কোরআন শরিফের অংশ প্রদর্শন করেন।

ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলি, অতিরিক্ত ডিআইজি (সেবা) মোহাম্মদ আবুল কাশেম, ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম।

অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল্লাহ খান।
উৎসঃ   বাংলামেইল২৪

শেয়ার করুন