মওদুদের অবস্থার অবনতি

0
162
Print Friendly, PDF & Email

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের অবস্থার আরও অবনতি হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তিনি আবারও বুকে ব্যথা অনুভব করেন।একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।তার সিটিস্ক্যান ও এনজিওগ্রাম করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা: মুমিনুজ্জামানের বরাতে রিপোর্টে তার অবস্থা খারাপ বলে জানিয়েছেন মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মুমিনুর রহমান সুজন।

বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

উল্লেখ্য, গত রোববার দুপুরে খাওয়ার পর হৃদরোগে ‍আক্রান্ত হলে তাকে গুলশান এভিনিউ’র বাসা থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ডা. অধ্যাপক মমিনুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সিলেটে খালেদা জিয়ার জনসভা শেষে রাতে ঢাকা ফিরে অসুস্থ বোধ করছিলেন। তবে বাসাতেই বিশ্রামে ছিলেন মওদুদ।

শেয়ার করুন