প্রতিমন্ত্রীর মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নতুন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি। বাংলাদেশ প্রতিদিনকে গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেয়রদের প্রতিমন্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিতে হবে। মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো বিদ্বেষমূলক আচরণ নয়, সব ধরনের সাহায্য-সহযোগিতা চাই।’ মনিরুজ্জামান মনি বলেন, ‘নাগরিকদের শতভাগ সেবা নিশ্চিত করতে প্রথমেই দরকার নগর ভবনকে গতিশীল করা। এ জন্য অভ্যন্তরীণ প্রশাসন ব্যবস্থা ঢেলে সাজানোসহ আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। আমি সে কাজেই হাত দিয়েছি। নগর ভবনে কর্মরতদের ওপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করবেন তারা মূল্যায়িত হবেন। যারা পারবেন না, ছিটকে পড়বেন। এ ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হবে না, গুরুত্ব পাবে ব্যক্তির কাজের যোগ্যতা।’ মেয়র বলেন, ‘দীর্ঘদিন খুলনা নগর ভবন একভাবে চলেছে। আমি ওই অবস্থা থেকে নাগরিকবান্ধব নগর ভবন গড়তে চাই। নিঃসন্দেহে সেটা করা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ বাস্তবায়নই আমার লক্ষ্য। এটি আমার নির্বাচনী প্রতিশ্রুতিও। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা বিগত দিনে কে কী করেছেন, সেদিকে ফিরতে চাই না। তাদের কর্মদক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে কিছুদিন সুযোগ দিতে চাই। কাজে অবহেলাকারী যেই হোক, ছাড় দেওয়া হবে না।’ মনি বলেন, ‘নাগরিকসেবা নিশ্চিত করতে প্রথমেই নগরীর বেহাল রাস্তাঘাটের সংস্কারে হাত দেওয়া হয়েছে। জলাবদ্ধতা দূর করতে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। সম্প্রতি সরেজমিনে এলাকাগুলো দেখেছি। জলাবদ্ধতা নিরসনে গ্রহণ করা প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে আলোচনা করেছি, কীভাবে সমস্যার সহজ সমাধান করা যায়।’ তিনি বলেন, ‘নগরবাসীর চাহিদার আলোকে সেবা দেওয়া আমার প্রধান কাজ। নির্বাচনের প্রাক্কালে যেসব অঙ্গীকার করেছি, তা যথাযথভাবে বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করব। দল ও মতের ঊধের্্ব থেকে সব সময় নাগরিক সেবার বিষয়গুলোতে প্রাধান্য দেওয়া হবে।’ নগরবাসীর সহযোগিতা চেয়ে মনিরুজ্জামান মনি বলেন, ‘চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন কার্যক্রমে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বিএনপি নেতা মনিরুজ্জামান মনি গত ২৫ সেপ্টেম্বর মেয়রের দায়িত্ব নেন। তিনি গত ১৫ জুন সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আবদুল খালেককে হারিয়ে নির্বাচিত হন।






