কত ধানে কত চাল দেখাবে বিএনপি

0
186
Print Friendly, PDF & Email

২৪ অক্টোবরের পর ‘কত ধানে কত চাল’ তা সরকারকে বিএনপি দেখিয়ে  দেবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আলোচনার দ্বার এখনো উন্মুক্ত উল্লেখ করে ফারুক বলেন, ‘আমাদের নেত্রী রাজনৈতিক সহিংসতা নয় শান্তি চান। যদি আপনারা দেশকে ভালোবাসেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হন তাহলে সংবিধান সংশোধন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।

না হলে ২৪ তারিখের পর এই সরকারকে আর টিকে থাকতে দেয়া হবে না। আন্দোলনের মাধম্যে কত ধানে কত চাল তা বুঝিয়ে দেয়া হবে।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘চলমান সঙ্কট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এটা ৯৬ সাল নয় এটা ২০১৩ সাল। ৯৬ সালে জনতার মঞ্চ করে বিএনপি সরকারকে যেমন বিব্রত করা হয়েছিলো এবার সেরকম করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া যেসব সমাবেশে যোগ গিয়েছেন তাতে জনসমর্থন ছিল। নরসিংদী থেকে সিলেট জনসভা, সব জায়গায় জনগণের জোয়ার প্রমাণ করেছে এ সরকারের প্রতি তাদের আর আস্থা নেই। খালেদা জিয়ার কথা জনগণ গ্রহণ করেছে আপনার কথা গ্রহণ করে নি।’

সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হবে তাতে বিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোট অংশ নেবে না বলে তিনি আবারো উল্লেখ করেন। বিগত সাড়ে চার বছরের দুর্নীতি, অপকর্ম, দুঃশাসনের প্রায়শ্চিত্ত করতে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

ফারুক বলেন, ‘যারা বলে বিএনপির আন্দোলন করার মুরোদ নেই তারা বেগম জিয়াকে চিনেন না। বেগম জিয়া আন্দোলনের কলা কৌশল জানেন।’ সরকারকে জনগণের ভাষা বুঝে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ফারুক বলেন, ‘আর যদি দায়িত্ব পালন করতে না পারেন তবে পদত্যাগ করুন।’
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফউদ্দিন বকুলের সভাপতিত্বে সভায় আর বক্তৃতা করেন, আসিফা আশরাফি পাপিয়া, কাবিরুল হায়দার চৌধুরী, রমজান আলী ভূইয়া প্রমুখ।

শেয়ার করুন