বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের অধীনে নির্বাচন প্রতিহত করতে ‘সংগ্রাম কমিটি’ গঠনের ঘোষণা দেয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘নির্বাচন প্রতিহত কমিটি’ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেনশন কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘চলমান রাজনৈতিক সঙ্কট পঞ্চম সংশোধনী’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মচারী থাকা অবস্থায় সংবিধান লঙ্ঘন করে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের জন্য ‘জনতার মঞ্চ’ করেছিলেন। এখন একই পদ্ধতিতে মনের তাড়নায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন প্রতিহত কমিটি গঠন করে এক দলীয় নির্বাচন প্রতিহত করবে।’