দলের সভায় এরশাদ কাউকে ক্ষমতায় বসাতে নির্বাচনী ফাঁদে পা দেব না

0
127
Print Friendly, PDF & Email

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘কোনো অবস্থাতেই আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচনী ফাঁদে পা দেব না।’ তিনি বলেন, আওয়ামী লীগ যদি নির্দলীয় সরকারের দাবি না মানে এবং সব দল যদি নির্বাচন বর্জন করে, তাহলে জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশ নেবে না।
গতকাল সোমবার সকালে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে জাপার চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ সভায় এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘দেশ আজ অনিবার্য সংঘাত আর রক্তপাতের দিকে এগিয়ে চলেছে। ২৫ অক্টোবর কী হবে না-হবে, তা নিয়ে জনগণ উদ্বিগ্ন। আমরাও জানি না আসলে কী হবে। দেশবাসীর সঙ্গে আমরাও আতঙ্কিত। জাতি এই সংঘাত থেকে মুক্তি চায়।’
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সোলায়মান আলম শেঠ, তাজুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন