তত্ত্বাবধায়ক সরকার চেয়ে হাইকোর্টে রিট

0
161
Print Friendly, PDF & Email

পরবর্তী দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাইকোর্টে এ রিট করা হয়। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ।

আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চ ২০১১ সালের ১০ মে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে রায় দিয়েছিলেন, পর পর আরো দুটি জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন বিচার সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

 

শেয়ার করুন