হিলারীর ওপর নির্মিত সিনেমা দেখা হচ্ছে না

0
152
Print Friendly, PDF & Email

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চেয়েছিল সিএনএন৷ আর চার ঘণ্টার একটি টিভি মিনিসিরিজ তৈরি করার কথা ছিল এনবিসি-র৷ কিন্তু কোনোটাই হচ্ছে না৷

সোমবার একইদিনে দর্শকদের কাছে খবর দুটি এসেছে৷ প্রথম খবরটি আসে সিনেমা তৈরির পরিকল্পনা বাতিলের কথা জানান অস্কারজয়ী পরিচালক চার্লস ফার্গুসন৷

কিন্তু রিপাবলিকান আর ডেমোক্রেটিক উভয় দলের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে সেই পরিকল্পনা বাদ দেন অস্কার বিজয়ী পরিচালক ফার্গুসন৷

তিনি বলেন, হিলারিকে নিয়ে সাক্ষাৎকার দিতে একশোর বেশি ব্যক্তির কাছে আবেদন জানালে তাদের মধ্য থেকে মাত্র দু’জন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন৷ যা সিনেমা তৈরীর জন্য যথেষ্ট নয়।

শেয়ার করুন