রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে বললেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
বুধবার বিকালে বৃহত্তর ঢাকাস্থ সকল সাংগঠনিক জেলা কমিটিসমূহের যৌথ প্রতিনিধি সভায় জনাব রব এ সকল দাবী জানান।
রব জানান, রামপালে যে কোম্পানী আজ বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র নির্মান করতে চাচ্ছে সে কোম্পানী প্রথমেই সুন্দরবনের ভারতাংশের নিকটে তা করতে চেয়েছিলো। কিন্তু পশ্চিম বঙ্গের পরিবেশবাদীদের আন্দোলন ও কোলকাতা হাইকোর্টের রায়ের ফলে তা করতে পারেনি।
তিনি বলেন, এ সব তথ্য জানার পরও বাংলাদেশ সরকার বাংলাদেশস্থ সুন্দরবনের অতীব সন্নিকটে রামপালে কিভাবে ঐ কোম্পানীর সাথে যৌথ উদ্যোগে তা নির্মানে রাজী হলো তা সত্যিই বিস্ময়কর। জনাব রব রামপাল হতে সরিয়ে সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের দাবী জানান।
ঢাকা আঞ্চলিক সমন্বয় কমিটির সমন্বয়ক জনাব এম এ গোফরানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, আতাউল করিম ফারুক, মোঃ সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুল খালেক, জিয়া খোন্দকার, কামাল উদ্দিন পাটোয়ারী, তাজুল ইসলাম, আবদুর রাজ্জাক রাজা, কাজী আবদুস সাত্তার প্রমূখ।