প্রেম প্রত্যাখান করায় রাস্তায় প্রকাশ্যে মারধর তরুণীকে

0
177
Print Friendly, PDF & Email

প্রেম প্রত্যাখ্যান করায় প্রকাশ্যে মারধরের শিকার হলেন এক তরুণী। সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে মিন্টো পার্ক এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়। বেলুড়ের বাসিন্দা এই তরুণী কাজ করেন একটি বেসরকারি সংস্থায়।

সেখানেই তিন বছর আগে আলাপ হয় সংস্থার আরেক কর্মী রাজ কার্লোর সঙ্গে। কিন্তু বন্ধুত্ব হওয়ার পর থেকেই রাজ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে বলে অভিযোগ ওই তরুণীর। এরপরই ওই তরুণীকে প্রেম নিবেদন করেন রাজ কার্লো। কিন্তু নিবেদন প্রত্যাখ্যান করায় রাজ তাঁকে ক্রমাগত হুমকি দিতেন বলে অভিযোগ।

সোমবার প্রকাশ্য রাস্তায় ফেলে তরুণীকে বেধড়ক মারধর করেন রাজ। আহত তরুণীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। এরপরই রাজ কার্লোর বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার।

শেয়ার করুন