২৫ অক্টোবর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়: আমান

0
124
Print Friendly, PDF & Email

বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেছেন, আগামী ২৪ অক্টোবর সংসদ ভেঙে না দিলে ২৫ অক্টোবর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।

আজ সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে হবে।

এর আগে নাজিম উদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন আমান। এ সময় ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির পল, বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ, যুবদলের নেতা জিয়াউদ্দিন পিন্টুসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন