বিএনপি নির্বাচনে আসতে বাধ্য হবে: যোগাযোগমন্ত্রী

0
161
Print Friendly, PDF & Email

 যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচনের মতো শেষ মুহূর্তে জাতীয় নির্বাচনে আসতে বাধ্য হবে বিএনপি।

সোমবার দুপুরে বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকি সড়কে গোমা, লক্ষ্মীপাশা ও বাহেরচর ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “মহাজোট আছে, আমি বিশ্বাস করি জাতীয় পার্টি মহাজোটেই থাকবে।”

মন্ত্রী বলেন, “আমি রাস্তার মন্ত্রী, রাস্তাতেই আমি থাকি, রাস্তাই আমার ঠিকানা।”

দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সুলতান আহমেদ হাওলাদারের সভাপিত্বে জনসভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মিসেস নাসরিন জাহান এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ এমপি, বাকেরগঞ্জের উপজেলা চেয়ারম্যান মো. সামসুল আলম চুন্নু, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বিশেষ অতিথি ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বরিশাল ও পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপারদ্বয়, সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন