সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকা থেকে ব্র্যাক ব্যাংকের ৯০ লাখ টাকা ছিনতাই হয়েছে।
আজ রবিবার বিকেল সোয়া ৩টার দিকে লালাবাজারের কাছে প্রকাশ্যে অস্ত্রের মুখে ছিনতাই করা হয় এই টাকা।
জানা গেছে, বেলা আড়াইটার দিকে নগরীর বারুতখানা ব্র্যাক ব্যাংকের প্রধান শাখা থেকে বিশ্বনাথ শাখায় ৯০ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে এ ছিনতাই হয়।
এসএমপি পুলিশের মিডিয়া উইং এডিসি মো. আইয়ুব ছিনতাই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।