দেশের জনগণের চেয়ে সংবিধান বড় নয়। দেশের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে বললেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যথায় জনগণ অতীতের ন্যায় গণঅভ্যুত্থান সৃষ্টি করে তাদের দাবি আদায় করে ছাড়বে।’
রোববার দুপুরে সিলেটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘এদেশের রাজনীতিতে গণঅভ্যুত্থানের অসংখ্য উদাহরণ রয়েছে। পাকিস্তান আমলে আইয়ূব খানও সংবিধানের দোহায় দিয়ে বাঙ্গালির স্বাধিকারের দাবিকে উপেক্ষা করেছিলো। কিন্তু তিনি টিকতে পারেন নি।
এরশাদ সম্পর্কে ড. মোশাররফ বলেন, এরশাদও সংবিধানের দোহায় দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার দুরভিসন্ধি করেছিলো। কিন্তু জনগণের অভ্যুত্থানের মুখে এরশাদ উড়ে গেছে। বোরকা পরে পালিয়েছে এরশাদ সরকারের মন্ত্রীরা।
তিনি বলেন, এখনও সময় আছে জনগণের ভাষা বুঝে তত্ত্বাবধায়ক সরকার দিন।
সভায় অন্যান্যদের মধ্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ইনাম আহমদ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বক্তব্য রাখেন।