স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।মুখ বন্ধ রাখুন
তিনি বলেন, ‘এখনো সময় আছে আপনার মুখ বন্ধ করুন। তা না হলে জনগণই আপনার মুখ বন্ধ করে দেবে।’ গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সংকট সমাধানে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন। সংগঠনের চেয়ারম্যান হুমায়ুন কবীর বেপারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, দফতর সম্পাদক কাজী রফিক প্রমুখ। ‘খালেদা জিয়া আন্দোলন করতে জানেন না’_স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ফারুক বলেন, অপেক্ষা করুন সময়মতো ১৮ দলীয় জোটের আন্দোলন কত প্রকার ও কী কী সেটা আপনাকে এবং আপনার সরকারকে বুঝিয়ে দেওয়া হবে। রাষ্ট্রের মালিক আপনি একা নন, এদেশের জনগণও মালিক। তাই কথা বলার আগে বুঝে-শুনে বলবেন। এ সময় তিনি সরকারকে আগামী ২৪ অক্টোবরের মধ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি অভিযোগ করে বলেন, শ্রমিক সমাবেশে নৌমন্ত্রী শাজাহান খান উসকানিমূলক বক্তব্য দিয়ে জাতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন।