কুমিল্লায় ১৩ শিবির নেতাকর্মী গ্রেফতার : প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

0
129
Print Friendly, PDF & Email

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি মো. হাবিবুর রহমানসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে কুমিল্লা নগরীর ধর্মপুর ও দৌলতপুর এলাকায় বিভিন্ন ম্যাচে অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মাহমুদ জানান, নগরীর ধর্মপুর ও দৌলতপুর এলাকায় বিভিন্ন ম্যাচে অভিযান চালিয়ে রোববার ভোরে ২৫ জনকে আটক করা হয়। সকালে যাচাই-বাছাই করে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সভাপতি মো. হাবিবুর রহমানসহ ১৩ ছাত্রশিবিরের নেতা-কর্মীকে রেখে বাকীদের ছেড়ে দেয়া হয়।  গ্রেফতারকৃতদের নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে বলে তিনি জানান।

এদিকে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা মহানগর ছাত্রশিবির নগরীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কান্দিরপুড় থেকে শুরু হয়ে রাজগঞ্জ ট্রাফিক মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, মহানগর শিবির সেক্রেটারী মো. শাহ আলম, উত্তর জেলা শিবির সভাপতি মো. লুৎফুর রহমান খান মাসুম, সাবেক দক্ষিণ জেলা সভাপতি ইসরাইল মজুমদার, জামায়াত নেতা মাহবুবুর রহমান, মহানগর শিবির নেতা কামাল হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।তারা অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি জানান।

শেয়ার করুন