গোপনে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও করতে গিয়ে ধরা পরেছে তার সফর সঙ্গী বাংলাদেশি এক নারী সাংবাদিক। নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে শুক্রবার এই ঘটনা ঘটে।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে থাকা বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের একজন নারী সাংবাদিক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথন গোপনে রেকর্ড করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্রটি আরো জানায়, পূর্বানুমতি নিয়ে শুক্রবার দুপুরে ওই নারী সাংবাদিক সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কক্ষে যান। তাঁর সঙ্গে শেখ হাসিনা অনানুষ্ঠানিক কথাবার্তা বলেন। কথাবার্তার এক পর্যায়ে ওই সাংবাদিক তাঁর সঙ্গে থাকা ভিডিও ক্যামেরাটি চালু করে দেন। প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণ বা রেকর্ড করার অনুমতি না নেওয়ায় প্রটোকল কর্মকর্তারা তাতে বাধ সাধেন।
প্রধানমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে আসার পর ওই নারী সাংবাদিকের ভিডিও ক্যামেরা পরীক্ষা করা হয়। ওই ভিডিওতে প্রধানমন্ত্রীর সব অনানুষ্ঠানিক কথাবার্তা রেকর্ড পাওয়া যায়। পরে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তারা ওই নারী সাংবাদিকের ধারণ করা ভিডিও টেপটি জব্দ করেন।









