দেশজুড়ে আনন্দমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উদযাপন হলেও ময়মনসিংহে আওয়ামী লীগের তরফ থেকে কোনো কর্মসূচি নেই।
শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগ ৬৭ পাউন্ড কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানটি পালন করবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, প্রতি বছরই জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। তবে এবার দলীয় প্রধানের জন্মদিনে নেই উৎসবের বর্ণচ্ছটা। অবশ্য এর নেপথ্যে রয়েছে তিন কারণ।
সূত্র আরো জানায়, সদরের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান চিকিৎসার জন্য ব্যাংককে রয়েছেন। জ্যেষ্ঠ সহ-সভাপতি মুজিবুর রহমান মিল্কী সিনেট নির্বাচনের জন্য অবস্থান করছেন ঢাকায়। আর সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারের ভাতিজার বিয়ে।
মূলত এ তিন কারণে প্রধানমন্ত্রীর জন্মদিনে জেলা আওয়ামী লীগের তরফ থেকে কোনো কর্মসূচি নেওয়া হয়নি বলে জানান ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন জাহাঙ্গীর বাবু।
সিনেট নির্বাচনের জন্য তিনি নিজেও ঢাকায় অবস্থান করছেন বলে জানান।
প্রধানমন্ত্রীর জন্মদিনের বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান রবিন জানান, শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটার বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে আনন্দ র্যালি করার বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ রানা বলেন, শনিবার সন্ধ্যায় ৬৭ পাউন্ড কেক কেটে নেত্রীর জন্মদিন উদযাপন করবো।