২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো

0
173
Print Friendly, PDF & Email

বর্তমান সরকার ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি জানান,নিবার্চন না হওয়া পর্যন্ত সরকারকে কেউ হটাতে পারবে না।

তিনি বলেন, ‘আমাদের কোনো মুখোশ নেই। আমরা যা বলি, সরাসরি বলি।’
 
তিনি বলেন, ‘বিএনপি নেতারা মুখোশ পরে চলেন। মুখে গণতন্ত্র আর কাজে স্বৈরতন্ত্র, এটা বিএনপির স্বভাব। আমাদের এ স্বভাব নেই।’

শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এ দাবি করেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। ক্ষমতায় থেকেই নির্বাচন দেবো। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবো। কারো হুমকি-ধামকিতে নির্বাচন বন্ধ হবে না। দুনিয়ার বুকে কারো ক্ষমতা নেই নির্বাচন ঠেকাবে।’

তিনি বলেন, ‘আমি বলেছিলাম, সরকারের আমলাদের আমাদের (সরকার) কথা অনুযায়ী চলতে হবে। যারা নির্দেশ মানবেন না তাদের কপালে দুঃখ আছে। তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আমার এ কথা নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে।’

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের উস্কানিতে যাতে আমলারা কাজে শৈথিল্য প্রদর্শন না করেন, সে জন্য আমি এ কথা বলেছি। আমাদের কোনো মুখোশ নেই। আমরা স্বৈরাচারও নই।’

নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াত আর হেফাজতে ইসলাম নির্বাচন প্রতিরোধে রাজপথে পাঁচহাজার লোক জমায়েত করলে, আওয়ামী লীগ ৫০ হাজার নেতাকর্মী নিয়ে তাদের প্রতিরোধ করবে।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আন্দোলনের ট্রেন মিস করেছেন, নির্বাচনের ট্রেন মিস করবেন না। স্পিকার ডেকেছে, এটাই শেষ সুযোগ। অন্তর্বর্তী সরকার কীভাবে, চান সংসদে এসে আলোচনা করুন।’

তিনি আরো বলেন, ‘আপনারা (বিএনপি) যদি নির্বাচনে না আসেন, তাহলে একলাই চলবো আমরা। জনগণকে সঙ্গে নিয়ে একাই নির্বাচন করবো।’

এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী যুব লীগের সভাপতি মঈনুদ্দিন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

শেয়ার করুন