মুম্বইয়ে ভবন ধসে নিহত বেড়ে ২৫

0
138
Print Friendly, PDF & Email

ভারতের মুম্বইয়ে ৫ তলা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের তলা থেকে এ পর্যন্ত উদ্ধারকর্মীরা ৩২ জনকে জীবিত উদ্ধারে সক্ষম হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গতকাল সকালের দিকে ডকইয়ার্ড রোডের কাছে বহুতল ভবনটি ধসে পড়ে। উদ্ধারকাজ পরিচালনার ১২ ঘন্টার মাথায় ছোট একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। শ’ শ’ উদ্ধারকর্মী লোহার বাঁকানো রড, হাতুড়ি ও ভারি যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। রাতের দিকে আরও কিছু মৃতদেহ উদ্ধার করা হয়। মুম্বইয়ে ৬ মাসের মধ্যে এটি তৃতীয় ভবন ধসের ঘটনা।

 এর আগে গত এপ্রিলে মুম্বইয়ে অবৈধভাবে নির্মিত একটি বহুতল ভবন ধসে ৭২ জন প্রাণ হারিয়েছিলেন। গত জুনে একটি ৩ তলা ভবন ধসে ৫ শিশুসহ প্রাণ হারিয়েছিলেন ১০ জন।

শেয়ার করুন