তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয় নিশ্চিত করলো স্টেট ডিপার্টমেন্টনিউইয়র্কে হাসিনা-মনমোহন বৈঠকের আগে অতিসম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দুতাবাসের কর্মকর্তাদের বিশেষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পর

0
172
Print Friendly, PDF & Email

নিউইয়র্কে হাসিনা-মনমোহন বৈঠকের আগে অতিসম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দুতাবাসের কর্মকর্তাদের বিশেষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ বৈঠকের  বিষয়টি নিশ্চিত করে গতকাল স্টেট ডিপার্টমেন্টের  দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখপাত্র এমিলি হর্ন মানবজমিনকে এক লিখিত বার্তায় জানান, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সরকারী ও বেসরকারী পর্যায়ে যেসকল ব্যক্তিবর্গ অনুঘটকের ভুমিকা পালন করছেন  তাদেরকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের যে চলমান প্রচেষ্টা তাঁরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকাস্থ আমেরিকান দুতাবাসের একজন কর্মকর্তা লন্ডনে জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। লিখিত বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ও মিডিয়া বিষয়ক উপদেষ্টা মিজ এমিলি আরও বলেন, বাংলাদেশ গণতন্ত্রের স্বার্থে দুতাবাসের ওই কর্মকর্তা শুধু তারেক রহমানই নন, যুক্তরাজ্য সরকারের বাংলাদেশ বিষয়ক নীতি নির্ধারকগণ, যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনীতি বিষয়ক পর্যবেক্ষকগণ এবং যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী ব্রিটিশ কম্যুনিটির রাজনীতি সচেতন প্রভাবশালী নাগরিকদের সঙ্গেও সিরিজ বৈঠক করেছেন।

শেয়ার করুন