সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমূল হুদা বলেছেন, আমি বিএনপি পরিবারের সদস্য। পরিবার থেকে চলে গিয়েছিলাম আবার ফিরে এসেছি।
শুক্রবার বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা পর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাজমূল হুদা বলেন, একটি ইস্যু নিয়ে দল থেকে চলে গিয়ে বিএনএফ নামে একটি দল গঠন করেছিলাম। তবে তা বিএনপিকে ভাঙার জন্য করা হয়নি। ১৮ দলের সঙ্গে বিএনএফ যোগ হয়ে ১৯ দল হতো। এ দল গঠনের উদ্দেশ্য ছিল আমার নেত্রী খালেদা জিয়ার হাত শক্তিশালী করা।
দলের নেতাকর্মীরা আমার বিরুদ্ধে অপব্যাখ্যা দেওয়ায় বিএনএফ ভেঙে দিয়েছি।
হুদা বলেন, পরিবারে মনোমালিন্য হলে অনেকেই বাড়ি থেকে চলে যায়, আবার ফিরে আসে। তখন স্বজনরা তাকে ফিরিয়ে দেয় না।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচন করবো না। তবে নেত্রী যে আদেশ দেবেন সে হিসেবে আমরা কাজ করে যাবো।
তিনি বলেন, আপাতত নির্বাচন নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমরা এখন দল গোছানোর কাজ করবো। নেত্রী আমাকে নোমিনেশন দিলে নির্বাচন করবো।
তিনি আরও বলেন, আমরা সঠিকভাবে দল গোছাতে পারলে সরকারি দলের অনেক নেতাকর্মী বিএনপিতে যোগ দেবে ইনশাল্লাহ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হুদা।
এসময় বিএনপি নেতা নজরুল ইসলাম মেছের, জাহাঙ্গীর ব্যাপারী, আব্দুস ছালাম ব্যাপারী, মোকসেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, রায়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হালিম প্রমুখ।







