সাফ ব্যর্থতার তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা

0
158
Print Friendly, PDF & Email

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার তদন্তে গঠিত কমিটির কাজ শেষ। শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হতে পারে। প্রতিবেদনটি দেয়া হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে।তদন্ত কমিটির সভাপতি ও বাফুফের সহ-সভাপতি বাদল রায় জানিয়েছেন, তদন্তের কাজ শেষ, প্রতিবেদনও তৈরি। এখন শুধু জমা দেয়ার অপেক্ষা। আশা করি শনিবার বিকেলের মধ্যে প্রতিবেদনটি জমা দিতে পারবো।সাফ ফুটবলে বাংলাদেশ কেন ব্যর্থ হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ আছে প্রতিবেদনে। কয়েকটি সুপারিশও করা হয়েছে। কাঠমান্ডুতে ফিটনেস সমস্যার দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, তদন্ত করতে গিয়ে একটা বিষয়ে সবার কাছ থেকে জানতে পেরেছি, ফিটনেস সমস্যার কারণে বাংলাদেশ ভালো খেলতে পারেনি। ফিটনেস সমস্যা কী কারণে হয়েছিল, তা-ও আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। এই সাবেক তারকা ফুটবলার আরো বলেন, গত কয়েকটি সাফ ফুটবলে আমাদের পারফরম্যান্স হতাশাজনক। কেন এমন হচ্ছে সেই বিষয়ও আমাদের প্রতিবেদনে থাকবে। কারণ এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
গত ১৮ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তদন্ত কমিটি। কমিটির তিন সদস্য বাদল রায়, তাবিথ আউয়াল ও শামসুল হক চৌধুরী বেশ কয়েক জন খেলোয়াড়, কোচ, কমকর্তা এবং সাংবাদিকের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন। বাকি দুজনকে বেশিরভাগ সময় দেখা গেলেও তদন্ত কমিটির অন্যতম সদস্য তাবিথ আউয়ালকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে দেখা যায়নি।

শেয়ার করুন