মেয়াদ বাড়লো দুই নির্বাচকের

0
165
Print Friendly, PDF & Email

জাতীয় ক্রিকেট দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। গ্রহণ করা হয়েছে প্রধান নির্বাচক আকরাম খানের পদত্যাগপত্রও। বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর আগে নির্বাচক কমিটির মেয়াদ গত জুনে শেষ হওয়ার পর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা বাড়িয়েছিল বিসিবি। এছাড়া প্রধান নির্বাচক আকরাম খানের জমা দেয়া পদত্যাগপত্রও বোর্ড গ্রহণ করেছে বলে তিনি জানান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার জন্য পদত্যাগ করেন আকরাম। গত ১৮ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। প্রধান নির্বাচকের অনুপস্থিতিতে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজের কাছে রিপোর্ট করবেন দুই নির্বাচক। নিউজিল্যান্ড সফরে প্রয়োজন মনে করলে বিসিবি দল নির্বাচন প্রক্রিয়ায় আকরামের পরামর্শ নিতে পারেও বলে জানান সিইও।
পরিচালনা পর্ষদের সভায় নিউ জিল্যান্ড দলের বাংলাদেশ সফরে জাতীয় দলের ব্যবস্থাপকের দায়িত্ব দেয়া হয়েছে বিবিসির অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে। অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। সভায় জাতীয় দলের ফিজিও বিভব সিংয়ের মেয়াদ ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ক্রিকেট বোর্ডের হেড অব সিকিউরিটি নতুন নিয়োগ করেছে। মেজর(অব:) হোসেন ইমাম বোর্ডের নতুন নিরাপত্তা প্রধান করা হয়েছে। এছাড়া বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার সাব্বির খানকে।

শেয়ার করুন